Release হতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। এবার মৌনি রায়কে দেখা যাবে খলনায়িকার ভূমিকায় ।

বর্তমান সময়ের ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী হলেন মৌনি রায় (Mouni Roy)। যিনি টেলিভিশন দিয়ে তাঁর ক্যারিয়ার যাত্রা শুরু করেছিলেন। তিনি ‘নাগিন'(Nagin) সিরিয়ালের মধ্যে দিয়ে অধিক জনপ্রিয়তা অর্জন করেন এবং ২০১৮ সালে অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড'(Gold) ছবির মধ্যে দিয়ে তিনি হিন্দি সিনেমা (Hindi Movie) জগতে প্রবেশ করেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ চ্যাপ্টার 2’ (KGF Chapter 2)-এ তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ইতিমধ্যেই বলিউডে(Bollywood) তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এবং তাঁর নিজস্ব ফ্যান ফলোইং রয়েছে। অনেকেই তাঁর সৌন্দর্যে পাগল। মাঝে মধ্যেই তাঁকে খবরের শিরোনামে দেখতে পাওয়া যায়। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র'(Brahmastra) ছবির কারণে খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি দক্ষিণী ছবিতে কাজ করা নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেছেন তিনি। কি জানিয়েছেন অভিনেত্রী ? এই প্রতিবেদন থেকে তা জেনে নিন।

ব্রহ্মাস্ত্র ছবিতে মৌনি রায়কে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে

প্রসঙ্গত, অয়ন মুখার্জি (Ayan Mukherjee) পরিচালিত আসন্ন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনি রায়কে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। অভিনেত্রী সবসময়ই তাঁর ক্যারিয়ার নিয়ে সিরিয়াস থেকেছেন। বর্তমানেও তিনি তাঁর ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তিত। যে কারণে তিনি বড় মাপের সিনেমাগুলিতে অংশ নিতে চাইছেন। আপনাদের জানিয়ে রাখি, এই ছবির মুখ্য ভূমিকায় রণবীর কাপুর(Ranbir Kapoor) ও আলিয়া ভাটকে(Aliya Bhatt) অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি আরো অনেক বড় মাপের অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন এই ছবিতে। উল্লেখ্য, অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) ও নাগার্জুনকেও (Nagarjuna) দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। মিডিয়া সূত্রে খবর, ছবিটি চলতি বছরের ৯ই সেপ্টেম্বর মুক্তি পাবে।

দক্ষিণী ছবিতে কাজ করা নিয়ে কি জানালেন অভিনেত্রী

সম্প্রতি সাক্ষাৎকারে এক সাংবাদিক মৌনি রায়কে প্রশ্ন করেছিলেন যে, তিনি কি দক্ষিণের ছবিতে কাজ করতে চান? এর জবাবে মৌনি রায় তাঁর মনের কথা জানিয়েছেন সাংবাদিককে। অভিনেত্রী বলেছেন, দক্ষিণী ছবির স্ক্রিপ্টগুলি তাঁর দারুন পছন্দের এবং সেই সব ছবিতে কাজ করার আগ্রহ তাঁর রয়েছে। এক কথায় অভিনেত্রী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (South Film Industry) বড় মাপের ছবিতে কাজ করতে চান। ইতিমধ্যেই ‘কেজিএফ চ্যাপ্টার টু’ ছবির মধ্যে দিয়ে তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে গেছেন।

মৌনি রায়

Scroll to Top