‘হাওয়া’য় ভেসে, এবার ‘পদাতিক’ হয়ে বড় পর্দায় ধরা দিতে চলেছেন চঞ্চল চৌধুরী

Bengali Movie News:

এই বছর, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। বিশ্ববরেণ্য পরিচালক, শ্রী মৃণাল সেনের জন্ম শতবর্ষ পালন হবে চলতি বছরে। শ্রদ্ধা জানাতে প্রস্তুত অঞ্জন দত্ত থেকে সৃজিত মুখোপাধ্যায় সকলেই। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘পদাতিক’ (Padatik) নিয়ে আলোড়ন পড়েছে সংস্কৃতি মহলে। প্রকাশ্যে এসেছে সকল চরিত্রাভিনেতাদের প্রথম ঝলক।

Padatik Poster

ক্যালেন্ডারের হিসেবে ১৪ মে, ১৯২৩। বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেন, বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পথ প্রদর্শক মৃণাল সেন (Mrinal Sen)। যাঁর পরিচালন দক্ষতার জাদুবলে, মুগ্ধ হয়েছিলেন বাঙালি তথা ভারতীয় দর্শক। সৃজিত মুখার্জী (Srijit Mukherji) এই কিংবদন্তি পরিচালকের জন্ম শতবর্ষ উপলক্ষে নির্মাণ করতে চলেছেন তাঁর আত্মজীবনী । মৃণাল সেনের ছবি ‘পদাতিক’ এর নামকরণেই হয়েছে এই আত্মজীবনীর নাম। সৃজিত প্রস্তুতি নিতে শুরু করেছিলেন অতিমারীর সময়কাল অর্থাৎ লকডাউন থেকেই। এই ছবিটি তৈরি করতে তাঁকে সাহায্য করেছিলেন, মৃণাল পুত্র কুণাল সেন। বাংলাদেশী অভিনেতা চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury) সৃজিত নির্বাচন করেছেন মৃণাল সেনের ভূমিকায়।

Chanchal Chowdhury

মৃণাল সেনের ‘পদাতিক’ ছবিটি গড়ে উঠেছিল ১৯৮৫ সালের উত্তাল বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটকে
কেন্দ্র করে। সৃজিতের ছবিতে ফুটে উঠবে মৃণাল সেনের জীবনের বিভিন্ন পর্যায়ের গ্রাফ। তাঁর মৃণাল সেন হয়ে ওঠা, কর্ম, ব্যক্তি জীবনকে নিয়ে আবর্তিত হবে এই ছবি। চঞ্চলকে মৃণাল সেনের বিভিন্ন বয়সের ভূমিকায় দেখা যাবে। জনমাধ্যমে চঞ্চলের, মৃণাল সেনের ভূমিকায় ছবি প্রকাশ পেতেই আলোড়ন সৃষ্টি হয়েছে। আসল এবং অভিনীত চরিত্রের কোনও ফারাক খুঁজে পাচ্ছেন না দর্শক।

Mrinal Sen and Chanchal Chowdhury

চঞ্চল চৌধুরী এমন একজন শিল্পী, যাঁর অভিনয় শুধু বাংলাদেশেই নয়, ভারতেও বিপুল ভাবে জনপ্রিয়। ভারতেও তাঁর অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। মৃণাল সেনের মত এক কালজয়ী ব্যক্তিত্বের চরিত্রে সৃজিত তাঁকে আস্থা করেছেন বলে তিনি কৃতজ্ঞ। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh) অভিনয় করবেন। তাঁর চরিত্রসজ্জাও প্রকাশ পেতে মুগ্ধ করেছে চলচ্চিত্র জগৎকে। জানুয়ারি মাসেই শুরু হতে চলেছে ‘পদাতিক’ এর শুটিং। এখন ছবি মুক্তির অপেক্ষাতেই উত্তেজিত হয়ে আছেন এপার ওপার দুই বাংলার সিনেমাপ্রেমী মানুষেরাই।

Gita Sen and Monami Ghosh
Scroll to Top