জয় দিয়ে শুরু হলো হকির ওয়ার্ল্ড কাপ! ভারতের জন্য ভীষণ সুখকর বিষয় এটি! খবর রইলো বিশদে!

চলতি হকি বিশ্বকাপে ভারত শুক্রবার তাদের তাদের অভিযান শুরু করেছে স্পেনের বিরুদ্ধে ২-০ এর জয় দিয়ে।

১৩ই জানুয়ারি থেকে ২৯শে জানুয়ারি অবধি ওড়িশার ভুবনেশ্বর (Bhubaneswar) এবং রাউরকেল্লা (Rourkela) তে আয়োজিত হবে এবারে হকি বিশ্বকাপ। ভুবনেশ্বর এর কলিঙ্গ স্টেডিয়াম (Kalinga Stadium) এবং রাউরকেল্লার বিরসা মুন্ডা (Birsa Munda Stadium) স্টেডিয়াম a আয়োজিত হবে বিশ্বকাপের সবকটি খেলা।

১৯৭৫ সালে শেষ বার হকিতে বিশ্বজয়ী ভারত এবারে মাঠে নেমেছে ৪৮ বছরের খরা অবসানের লক্ষ্য নিয়ে।
১২ মিনিটে অমিত রুহিদাসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। পরের গোল টি হার্দিক সিংয়ের প্রচেষ্টা যা ডিফেন্ডার এর স্টিকে লেগে গোলে প্রবেশ করে।

দলের এক নম্বর গোলকিপার হলেন শ্রীজেশ। কিন্তু তিনি এদিন খেলেননি। তবে দ্বিতীয় গোলকিপার পাঠক কিন্তু পেনাল্টি কর্নারের সময় খুবই দক্ষতার সঙ্গে গোল বাঁচান।
ভারত গ্রুপ D তে রয়েছে, স্পেন, ইংল্যান্ড, ওয়েলস এর সাথে।ভারতের পরের ম্যাচ আজ ইংল্যান্ডের সঙ্গে। Coach Graham Reid বলছেন তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ এ জেতার জন্য তিনি আশাবাদী।


এই বিষয়ে ভারতের হকির কোচ খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “দলের ছেলেরা প্রথম থেকেই গোলের বাইরে বল নিয়ে যেতে পেরেছে। এটি ছিল একটা ভালো শুরু। প্রথম জয়টি পাওয়া ভীষণ ভালো একটা ব্যাপার যার জন্য আমরা এখন পরবর্তী খেলার জন্য মনোনিবেশ করতে পারবো ভালোভাবে। আমরা দশজন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন করেছিলাম কারণ একটা জায়গায় গিয়ে আমাদের মনে হয়েছিল যে আমরা দশজনের বিরুদ্ধে খেলতে চলেছি। এটা ভালো ছিলো। আমরা আজ অনেককিছু শিখলাম যেটা খুব দরকার ছিল। আমরা প্রথম ছিলাম এবং বাকি ম্যাচগুলিতে এটা অনেকটা পার্থক্য আনতে চলেছে!” তিনি আরো বলেন যে,”আজ যা আনন্দদায়ক তা হলো প্রথমত এটি ছিল একটি রক্ষণাত্মক চেষ্টা এবং দ্বিতীয়ত আমরা খুব ভালোভাবে খেলেছি হকির বল নিয়ে। আজ এমন খুব বেশীজন ছিলেন না যারা ভালো খেলেন নি এবং বিশ্বকাপ জিততে হলে সেটাই দরকার! আমাদের পরের খেলায় আরো ভালো করতে হবে ও এই জয় চালিয়ে যেতে হবে।”
সবকিছু মিলিয়ে ভারতবাসী এখন তাঁদের হকি দলের জয়ী হওয়ায় আশাবাদী। ভারতীয় হকি দলের জন্য শুভেচ্ছা রইল।

Scroll to Top