বাহ্যিক ভাবে চাপা অথচ অভ্যন্তরে ধূর্ত স্বভাবের এমন ব্যাক্তিত্ব, যাঁর মতিগতি বোধগম্য হওয়া সহজ তো নয়েই, বরং বেশ জটিল, তাঁদের আমরা একটি বিশেষ ভাবধারার মাধ্যমে গণ্য করে থাকি। ‘গভীর জলের মাছ’, বলতে বোঝায় এমন ব্যক্তিত্ব, যিনি সাধারণ চোখের ধরা ছোঁয়ার বাইরে। ‘মোহ মায়া’ খ্যাত লেখিকা সাহানা দত্ত (Sahana Dutta), হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে ঠিক এমনই এক বিষয়বস্তুর ওপর আলোকপাত করেছেন। ‘গভীর জলের মাছ’ (Gobhir Joler Maach) নামের ওয়েব সিরিজ জুড়ে রয়েছে বেশ কিছু জটিল মনস্তত্ত্ব কেন্দ্রিক রহস্য। যা ঘনীভূত হয়েছে মূলত চার নারী এবং তাঁদের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে। চরিত্রগুলিতে দেখা যাচ্ছে ছোট পর্দার চারজন জনপ্রিয় নায়িকা (Tollywood Actress)।
চন্দ্রিমা, আরত্রিকা, বিশাখা, এবং দিতি। চার নারীর বিবিধ দাম্পত্য জীবন এবং বিবিধ পারস্পরিকতা। তাঁরা সপ্তাহান্তে একসঙ্গে মুহুর্ত যাপন করে সারা সপ্তাহের মুখরোচক গল্পের আলোচনায় মেতে ওঠেন। মূলত তাঁদের আলোচনার কেন্দ্র হয় অন্যের ব্যাক্তিগত সম্পর্ক। তাঁরা তাঁদের এই পরনিন্দা পরচর্চার অভ্যাসকেই ভাবেন আগামী দিনের ভালো থাকার রসদ। কিন্তু হঠাৎ বদলে যায় তাঁদের ব্যাক্তিগত সম্পর্কের রসায়ন। যে চন্দ্রিমাই ইন্ধন যোগাতেন বাকি তিনজনকে অন্যের ব্যক্তিগত সম্পর্কের মুখরোচক গল্প নিয়ে, সেই চন্দ্রিমার জীবনেই নেমে আসে বিপর্যয়। তাঁর স্বামীই মত্ত পরকীয়ায়! আপাত দৃষ্টিতে তাঁর বাকি বান্ধবীদের দাম্পত্য জীবন সুখী দৃষ্ট হলেও, চন্দ্রিমার পরামর্শে তাঁরাও উদ্যত হন তাঁদের স্বামীদের পরখ করে নেওয়ার জন্য। সেখানেই ঘটে একের পর এক বিপত্তি। দেখা যায়, তাঁদের সকলের স্বামীই স্ত্রীদের নিয়ে অসুখী। কিন্তু কীভাবে সকল সম্পর্কের মধ্যে সুস্থতা গড়ে উঠবে, কীই বা হবে পরিণতি, তার জন্য অবশ্যই দেখতে হবে হইচইয়ের এই ওয়েব সিরিজটি।
ওয়েব সিরিজটির যে পোস্টারটি মুক্তি পেয়েছিল, তাও বেশ ইঙ্গিতপূর্ণ। একটি জলপূর্ন পাত্রে, চারটি মাছ এগিয়ে চলেছে ভিন্ন দিকে! ঠিক যেন তাঁদের সকলের গন্তব্য এক হলেও, যাত্রার ধরন আলাদা! নামের জন্যই যে এমন ইলাস্ট্রেশন অঙ্কন করা হয়েছে, তার সন্দেহের অবকাশ নেই। আর এই চারটি মাছই হল, চার নায়িকা। আরাত্রিকা, বিশাখা, চন্দ্রিমা এবং দিতির ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে স্বস্তিকা দত্ত (Swastika Dutta), উষসী রায় (Ushashi Roy), অনন্যা সেন (Anannya Sen) ও তৃণা সাহা (Trina Saha)। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই সিরিজ। ইতিমধ্যেই অগণিত মানুষের প্রশংসা পেয়েছে এই উপস্থাপনা। দর্শক অধীর আগ্রহে দ্বিতীয় ভাগের জন্য দিন গুনতে শুরু করে দিয়েছেন।