• Please enable News ticker from the theme option Panel to display Post

আপনারা কি জানেন যে ১৯৪০ সালে ভারতের জনগণ কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতো? দেখে নিন।

আপনারা কি জানেন যে ১৯৪০ সালে ভারতের জনগণ কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতো? দেখে নিন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময়ের পুরনো বিলের ছবি ভাইরাল হচ্ছে। যাতে বর্তমান মূল্যস্ফীতি ও মূল্যবৃদ্ধির হারও বোঝা যায়। আগেকার দিনে যে টাকা খরচ করে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারত, এখন তার সামান্য অংশ ও সম্ভব না! সোশ্যাল মিডিয়ায় কখনো দেখায় রেস্টুরেন্টের বিল, কখনো পেট্রোল পাম্পের বিল এছাড়া রেলের একটি পুরনো টিকিটের ছবিও ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হয়েছে ৮৩ বছরের পুরনো বিদ্যুৎ বিল। কেনো এই বিল ভাইরাল হলো? কি আছে সেই বিলে? আসুন আমরা জেনে নিই। এই বিলে দেখা যাচ্ছে পুরো এক মাসের বিল ছিল মাত্র ৫ টাকা! যা আজ কল্পনাতীত। বর্তমানে বিদ্যুতের দাম কিছু কিছু জায়গায় Unit প্রতি ৮ থেকে ১০ টাকা পর্যন্ত পৌঁছেছে। কিন্তু ১৯৪০ সালে, পুরো মাসের বিল এসেছিল ৫ টাকা। এই ছবিটি তিনবছর আগে অর্থাৎ ২০২০ সালে টুইট করা হয়েছিল৷ মুম্বাই ইলেকট্রিসিটি কর্পোরেশনের এই বিলে ১৯৪০ সালের ১৫ই অক্টোবরের তারিখ দেখা যাচ্ছে অর্থাৎ, ভারতের স্বাধীনতার জন্য তখনও সাত বছর দেরি! কতোটা পুরোনো এই বিল ভাবতে পারছেন একটুও?

ছবিটি থেকে বোঝা যায়, এই বিলটি সম্ভবত মুম্বাইয়ের একটি বাড়ির। বিলটি মুম্বাই হেরিটেজ নামে এক টুইটার প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। সেই সময় বিদ্যুতের দাম দেখে হতবাক নেটিজেনরা। অনেকেই তাই শেয়ার করেছেন। বিল টি মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বোঝা যাবে যে গ্রাহক মাত্র ৩ টাকা ১০ পয়সার বিদ্যুৎ খরচ করেছেন। বাকি টাকা ট্যাক্স (Tax) হিসেবে দিতে হতো। সে সময় দেশে মুদ্রাস্ফীতি (Inflation) এর হার ছিল খুবই কম। ফলে অল্প টাকায়ও মানুষ স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারত। যা আজকের দিনে একেবারেই সম্ভব নয়! তবে এত বছরের পুরনো বিলের সাথে আজকের বিলের মিল খুঁজতে যাওয়াটা নেহাত বোকামি! সময়ের সঙ্গে সঙ্গে মূল্যবৃদ্ধি খুবই সাধারণ ব্যাপার আর সেখানে ইলেক্ট্রিক বিল অর্থাৎ বিদ্যুতের বিল যে অবশ্যই বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। তাই এই বিল দেখে অবাক না হয়ে পুরোনো স্মৃতিচারণ করাই ভালো! আপনারা কি বলেন?

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *