DIY Hair Serum: পুজোর আগে চুল সুন্দর করতে চান তো? বাড়িতেই বানিয়ে ফেলুন এই সিরাম চুলের জন্য। জানুন বিস্তারিত।

আজকাল প্রায় সকলেই চুলের সমস্যায় জর্জরিত। চুল ওঠার মত সাধারণ বিষয় এখন ঘরে ঘরে দেখা যায়। এছাড়াও আছে অন্য সমস্যা। পুজোর আগে চুলের যত্ন নিন ভালো করে যাতে চুল স্বাস্থ্যকর হয়। চুলের ঘনত্ব বাড়ানোর জন্যে প্রয়োজন সঠিক হেয়ার কেয়ার রুটিন। আর সেগুলোর জন্য দরকার স্ক্যাল্প ক্লিনজিং থেকে ডিপ কন্ডিশনিং। পাশাপাশি দরকার Hair Serum! কিন্তু বাজার চলতি প্রসাধন চুলের ক্ষতি করতে পারে। তাহলে ? বাড়িতে বসেই বানিয়ে ফেলুন সিরাম। কিভাবে দেখুন।

হেয়ার সিরামের উপকারিতা:

সবার আগে Hair Serum এর উপকারিতা সম্পর্কে জ্ঞান থাকা দরকার। উপকারিতাগুলি হলো:

১) ফ্রিজি চুলকে নরম করে।
২) ডগাচেরা চুলের সমস্যা কমবে।
৩) চুলের আর্দ্রতা বজায় থাকে।
৪) সূর্যের ক্ষতিকারক UV রশ্মির থেকে চুলকে রক্ষা করবে।

কিভাবে বাড়িতে বানাবেন?

Alovera Hair Serum:
একটি পাত্রে ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ জোজোবা অয়েল ও ৫ ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে বানিয়ে নিন আপনার হেয়ার সিরাম। শ্যাম্পু করার পরে চুলে এবং স্ক্যাল্পে এই সিরাম লাগিয়ে নিন। অবশ্যই পাবেন উপকার।

Green Tea and Argon Oil Serum:

Green Tea চুলের যত্নে খুবই উপকারী। এতে উপস্থিত Antioxidant চুলের জেল্লা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। তাই গ্রিন টি-এর সিরাম যে আপনার চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না! এই সিরাম তৈরি করার জন্যে আপনার প্রয়োজন ১/২ কাপ গ্রিন টি, ২ টেবিল চামচ আর্গন অয়েল এবং ৫ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল।

গ্রিন টি-এর মধ্য়ে এই দুই উপকরণ মিশিয়ে তৈরি করুন আপনার হেয়ার সিরাম। তারপর তুলোর বল সিরামে ডুবিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগান।

Castor Oil and Coconut Hair Oil Serum:

এই সিরাম তৈরি করতে আপনার প্রয়োজন ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল এবং ৫-৭ ফোঁটা এসেনশিয়াল অয়েল। এই প্রতিটি উপাদান একটি পাত্রে নিয়ে ভালো করে মেশান। একটি কাচের শিশিতে এই মিশ্রণ ঢেলে রাখুন। ড্রপারের সাহায্যে এই হেয়ার সিরাম চুলের গোড়ায় লাগিয়ে নিন।

ব্যবহারের নিয়ম:

১) কটন বল বা ড্রপারের সাহায্যে পরিমাণ মতো হেয়ার সিরাম স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগিয়ে নিন।
২) ভালো করে মাসাজ করুন।
৩) ১ ঘণ্টা পরে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ৩-৪ দিন এই হেয়ার গ্রোথ সিরাম লাগালেই পাবেন উপকার।

বিঃ দ্রঃ: এই পদ্ধতিগুলি কাজে লাগানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *