উড়ন্ত অবস্থায় পাড়ে ডিম। মাটিতে পড়ার আগে তা ফুটে বাচ্চা উড়তে শুরু করে। জানেন কোন পাখি? জেনে নিন

পৃথিবী জুড়ে নানা ধরণের পাখি দেখা যায়। প্রাণী জগতের মধ্যে পাখি অন্যতম। স্থান পরিবর্তনে পাখিও পাল্টে যায় জায়গা বিশেষে। প্রতিটি জায়গারই পাখিদের রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য।

কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে এমন পাখিও আছে যা উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। সেই ডিম মাটিতে পড়ার আগেই তা থেকে বাচ্চা বেরিয়ে ওড়াও শুরু করে দেয়।

অবাক হলেন? শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আসলে এই পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতিটাই এরকম, সবার থেকে আলাদা। আজ এই প্রতিবেদনে সেই পাখির বিষয়েই জেনে নেবো।

বিষ্ময়কর এই পাখির নাম হল Homa। এই পাখি Racing Homa নামেও পরিচিত।এটি একটি বিদেশি পাখি। হোমা পাখি বংশনুক্রমে সাউথ-ইস্ট এশিয়ার। এদেশে খুব একটা দেখতে পাওয়া যায় না।

কিন্তু ডিম পাড়ার পদ্ধতির জন্য হোমা জগৎ বিখ্যাত। এরা অনেক সময় ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। তবে বেশির ভাগ সময় অনেক উচু থেকে ডিম ফেলে দিয়ে বাচ্চা ফোটায় তারা।

হোমা পাখি উচু থেকে ডিম ফেলে দেয় বাচ্চা নষ্ট করার জন্য নয়। উড়ন্ত অবস্থায় ডিম ফেলে দেয় এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা ডিম থেকে বের হয়ে উড়ে আবার তার মায়ের কাছে ফিরে যায়। অদ্ভুত নিয়ম এই প্রকৃতির সত্যি!

হোমা পাখি সাধারণত বিভিন্ন পাখির সাথে লড়াইয়ের কাজে ব্যবহার করা হয়। হোমা পাখির ডিমের কুসুম এবং খোলা মাটির উর্বরতা বৃদ্ধি করে।

পাখির দাম:
বাজারে হোমা পাখি কিনতে পাওয়া যায় কিন্তু দাম
অনেক বেশি, প্রতি জোড়া হোমা পাখির দাম ৩০০০টাকা থেকে ৫০০০ টাকা। আবার সাদা রঙের হোমা পাখির দাম আরো বেশি।

Scroll to Top