Employee Suspended in HDFC Bank: সহকর্মীদের সঙ্গে অভব্য আচরণ। ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড কর্মচারী।

সহকর্মীর সঙ্গে খারাপ আচরণ। তাও আবার ভিডিও কলে যখন মিটিং চলছিল তখন। ভিডিওটি রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যার জেরে সাসপেন্ড হলেন চিহ্নিত ওই ব্যক্তি। জানুন বিশদে।

HDFC Bank গত সোমবার কলকাতায় তার একজন সিনিয়র কর্মচারীকে তার সহকর্মীদের অপব্যবহারের ভিডিও ভাইরাল হওয়ার কারণে বরখাস্ত করে তার কর্মীকে।

যখন একটি গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন ভিডিও কলে তার সহকর্মীদের গালিগালাজ করেন তখন হয়তো তাঁরই এক সহকর্মী সেটির একটি ভিডিও বানান ও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার করেন। ভিডিওতে দেখা গেছে যে, কর্মকর্তাকে পর্যাপ্ত ব্যাঙ্কিং পণ্য এবং বীমা পলিসি বিক্রি না করার জন্য বাংলায় তার সহকর্মীদের চিৎকার করতে শোনা গেছে।

ভিডিওটির কথা কিছুটা এরকম ছিলো। সেই কর্মী বলেন, “গত দুই দিনে আপনি কতগুলি সঞ্চয় এবং চলতি অ্যাকাউন্ট খুলেছেন? আমাকে বলুন,” বর্তমানে বরখাস্ত হওয়া কর্মচারীকে ভিডিওতে তার জুনিয়র সহকর্মীদের অভদ্রভাবে জিজ্ঞাসা করতে শোনা যায়। তিনি তখন চিৎকার করতে থাকেন এবং অন্য একজন কর্মচারীকে জিজ্ঞাসা করেন, “আপনার ১৫টি খোলার কথা থাকলেও আপনি ৫টি খুললেন।”

ভিডিওটি মূলত পোষ্ট করা হয় টুইটারে। একজন টুইটার ইউজাররের পোস্ট করা ভিডিওটি ব্যাপক আকর্ষণ লাভ করে এবং প্ল্যাটফর্মে ব্যাপকভাবে প্রচারিত হয়। রীতিমত ভাইরাল এই ভিডিও।

HDFC-এর পরিষেবা ব্যবস্থাপক অজয় জানিয়েছেন যে “সংশ্লিষ্ট কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে এবং একটি বিশদ তদন্ত শুরু করা হয়েছে”। তিনি আরো বলেন যে, “এই বিষয়ে প্রাথমিক তদন্তের ভিত্তিতে, সংশ্লিষ্ট কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি বিশদ তদন্ত শুরু করা হয়েছে যা ব্যাঙ্কের আচরণ নির্দেশিকা অনুযায়ী করা হবে। আমরা HDFC ব্যাঙ্কে কর্মক্ষেত্রে যেকোনো ধরনের অসদাচরণ সহ্য করে নিইনা এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সমস্ত কর্মচারীদের সাথে মর্যাদা ও সম্মানের সাথে আচরণ করা উচিত।”

ইতিমধ্যে, বেশ কিছু মানুষ ভিডিওটির মাধ্যমে কর্মক্ষেত্রে Toxic Environment সংস্কৃতি নিয়ে আলোচনা করা শুরু করেছেন। একজন যেমন লিখেছেন যে, ” কর্মক্ষেত্রে এই ধরনের টক্সিক এনভায়রনমেন্ট ভারতে খুব সাধারণ এবং অহরহ চোখে পরে। অন্য একজন লিখেছেন, “এমনকি আমিও একই সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমি আমার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

একজন প্রাক্তন কর্মচারী লিখেছেন যে, ওই কর্মী তাঁর সাথেও এরকম ব্যবহার আগে করেছেন। এটা তাঁর স্বভাব হয়ে গেছে। তবে তখন এসব কিছু হয়নি বরং এই কথা বলায় সকলের কাছে হাসির খোরাক হতে হয়েছিলো তাঁকে!

https://twitter.com/srchetlur/status/1665600016189210624?t=hSfW18dpXNKCnjWlFtaq6g&s=19

Scroll to Top