IAS Officer Keerthana: ছিলেন অভিনেত্রী। বাছলেন দেশসেবা। কে তিনি? জানুন বিস্তারিত।

আমাদের দেশের সবথেকে কঠিন পরীক্ষার মধ্যে একটি হলো UPSC বা Union Public Service Commission এর পরীক্ষাগুলো। খুব কম সংখ্যক মানুষই পারেন সফলতা অর্জন করতে। কিন্তু আপনি জানলে অবাক যে সবার পছন্দের এক অভিনেত্রীও আজ অভিনয় ছেড়ে IAS Officer! কে তিনি? জানলে অবাক হবার সাথে সাথে গর্ববোধও করবেন। আসুন বিস্তারিত জানা যাক।

এখানে আমরা কথা বলছি IAS Officer HS Keerthana এর। অনেকেই হয়তো তাঁকে চেনেন কিন্তু তিনি যে একজন অভিনেত্রী ছিলেন তার কথা সবাই জানেন না। তিনি ছিলেন একজন কন্নড় অভিনেত্রী। কন্নড় ছবিতে কাজ করেছেন প্রচুর। শুরুতে প্রায় ৩২ টি চলচ্চিত্র এবং ৪৮ টি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন।

শুধু তাই নয়, অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার ও লাভ করেছেন তিনি। সেই কাজগুলি হলো:
১) গোম্বে
২) গঙ্গা-যমুনা
৩) মুদিনা আলিয়া
৪) উপেন্দ্র
৫) এ
৬) কানুর হেগাদাতি
৭) সার্কেল ইন্সপেক্টর
৮) ও মাল্লিগে
৯) লেডি কমিশনার
১০) হাব্বা
১১) ডোরে
১২) সিংহদ্রি
১৩) জননী
১৪) চিগুরু
এবং বিভিন্ন ডেলি সোপের অংশ ছিলেন আজকের IAS Officer Keerthana!

যদিও তার এই সমস্ত কাজই শিশু বেলায়। শিশু শিল্পী হিসাবে ডক্টর বিষ্ণুবর্ধন, অম্বরীশ, শিবরাজকুমার, রমেশ অরবিন্দ, শশীকুমার, দেবরাজ, মালাশ্রী, শ্রুতি মত বড় বড় কন্নড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে পরবর্তীতে তার বাবা চেয়েছিলেন অভিনয় ছেড়ে মেয়ে যাতে পড়াশোনায় মনোনিবেশ করেন। সেইমত ২০১৩ সালে Keerthana তার প্রথম UPSC CSE পরীক্ষা দিয়েছিলেন। তবে সফল হতে পারেন নি সেবারে।

এরপর ২০২০ সালের UPSC পরীক্ষায় সর্বভারতীয় ১৬৭তম স্থান অর্জন করেন। এরপর তিনি কর্ণাটকের মান্ডা জেলায় সহকারী কমিশনারের পদে যোগ দেন। এখানে বলে রাখি যে এর আগে ২০১১ সালে কর্ণাটক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (KAS) পরীক্ষাও পাশ করেছিলেন Keerthana। দুই বছর কেএএস অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এরপরেই সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা জাগে এবং ইচ্ছে পূরণে সফলতা লাভ করেন।

Scroll to Top