SBI ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে এক্ষুনি এই কাজটি করে ফেলুন। নয়তো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে!

SBI ব্যাঙ্কে অ্যাকাউন্ট যাদের আছে তাঁদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করলো ব্যাঙ্ক! দেশের বৃহত্তম ব্যাঙ্ক হলো SBI অর্থাৎ State Bank of India যেখানে দেশবাসীর যেকোনো ধরনের অ্যাকাউন্ট রয়েছে। শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষ নয়, বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতিরাও অধিকাংশ ক্ষেত্রেই এস বি আই এর মাধ্যমে লেনদেন করে থাকেন। যারা SBI Account Holder তাদের উদ্দেশ্যে টুইট করে বার্তা দিয়েছে ব্যাংকটি। কি সেই বার্তা? আসুন দেখে নেওয়া যাক!


বর্তমান অনলাইন ব্যাঙ্কিং ( Online Banking) এর যুগে টাকা তোলা, জমা দেওয়া থেকে শুরু করে ব্যাঙ্কিং ক্ষেত্রের অধিকাংশ দরকারি কাজকর্ম হাতের স্মার্টফোন থেকেই এক নিমেষে করে ফেলা যায়। এখন বহু মানুষ এভাবেই ব্যাঙ্কিং ক্ষেত্রের প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলেন। আর এই প্রযুক্তির অগ্রগতিকেই কাজে লাগিয়ে প্রতারকরাও ফাঁদে ফেলতে চাইছে ব্যাঙ্কের গ্রাহকদের।এরকম অজস্র উদাহরণ রয়েছে, ফোন করে এসবিআই এর গ্রাহকদের SBI এর কর্মচারী বা কোনো সরকারি অফিসার পরিচয় দিয়ে তাদের কাছ থেকে ডেবিট কার্ডের নম্বর (Debit Card Number) সহ বিভিন্ন ব্যাঙ্কিং-এর তথ্য হাতিয়ে নিয়ে নিমেষের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে। ফলে এই বিষয়টি থেকে এর আগেও একাধিকবার ব্যাংকের তরফে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। ফের এদিন Tweet করে SBI- এর তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোনো তথ্য মোবাইলে সেভ করে রাখবেন না।


সাম্প্রতিক সময়ে যেভাবে সাইবার প্রতারণা (Cyber Fraud) বাড়ছে, সেই বিষয়ে গ্রাহকদের যথেষ্ট সাবধান থাকার নির্দেশ দিয়েছে এসবিআই। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে, SBI- এর তরফে কখনোই কোনো SBI Account গ্রাহককে ফোন করে তার ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো তথ্য চাওয়া হয় না। যদি কখনো এরকম সাইবার প্রতারকের ফাঁদে পড়েন সঙ্গে সঙ্গে পুলিশে যোগাযোগ করুন এবং অভিযোগ দায়ের করুন। পাশাপাশি আপনার স্থানীয় ব্যাঙ্কিং শাখাতেও বিষয়টি জানিয়ে দিন। ইন্টারনেট ব্যাঙ্কিং-এর ফলে গ্রাহকরা যেমন একদিকে বহুভাবে সুবিধা ভোগ করতে পারছেন, ঠিক পাশাপাশি সাইবার প্রতারণার সম্পর্কেও যথেষ্ট সচেতন থাকতে হবে।
এই প্রতিবেদনটি যত সম্ভব ছড়িয়ে দিন ও সবাইকে সতর্ক করুন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।

Scroll to Top