বাড়িতে এলোভেরা গাছ আছে? তাহলে বাড়িতে থাকা অল্পকিছু জিনিসের সাহায্যে বাড়িতেই বানিয়ে ফেলুন নাইটক্রিম!

স্কিন কেয়ার। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ত্বকের খেয়াল রাখা ভীষণ জরুরি। সেই কারণে অনেকে অনেকরকম কসমেটিকস (Cosmetics) কিনি যার মধ্যে থাকে ফেসওয়াশ (Facewash), টোনার (Toner), ময়েশ্চারাইজার (Moisturizer) এবং নাইট ক্রিম (Night Cream)। নাইট ক্রিম (Night Cream) অনেকেই ব্যবহার করিনা এটা ভেবে যে শুধু শুধু খরচ হবে। কিন্তু নাইট ক্রিম আমাদের ত্বকের জন্য বিশেষ দরকারি। বাইরে দোকানে কিনতে গেলে অনেক খরচ হবে কিন্তু বাড়িতেই যদি বানিয়ে ফেলা যায় নাইট ক্রিম তাহলে?


সকলেই চাই দাগমুক্ত ত্বক (Spotless Skin) আর সেই কারণে নাইট ক্রিম কিন্তু বিশেষ দরকারি। বাড়িতে কিভাবে বানাবেন দেখে নিন-প্রথমে এলোভেরা গাছের ডাল বা পাতা কেটে কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রাখুন যাতে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। এবার দুই থেকে তিনচামচ গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলুন। এবার ওই ধোয়া চাল সারারাত ধরে ভেজার জন্য রেখে দিন এক কাপ জল দিয়ে। এরপর এই চালকে ১০ মিনিটের জন্য ফুটিয়ে নিন ভালোভাবে।

সুন্দরভাবে ভাত হয়ে যাবে তৈরি দেখবেন। এবার এই ভাত ফ্যান শুদ্ধ দেখবেন কি সুন্দর ঘন পেস্ট মনে হবে। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। এবার এই ছেঁকে নেওয়া জলের মধ্যে দিন অল্প পরিমাণে অলিভ অয়েল, একটি ভিটামিন-ই ক্যাপসুল (Vitamin-E Capsule) ভেঙে তার ভেতর থাকা তরল, এক টেবিল চামচ নারকোল তেল ও এক চামচ লেবুর রস।


এরপরে এলোভেরার ভেতরে থাকা জেল একটি চামচের সাহায্যে বের করে সেই জেল ওই তরলের সঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি সরাসরি মুখে মাখতে পারেন আবার ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। রোজ রাতে এই প্রাকৃতিক উপায়ে তৈরি নাইট ক্রিম ব্যবহার করলে আপনার ত্বক হবে উজ্জ্বল, মুখে কোনো দাগ থাকলে তা দূর হবে এবং আপনার ত্বক থাকবে টানটান, সতেজ ও মোলায়েম। রাতে প্রতিদিন এই ক্রিম অবশ্যই ব্যবহার করুন মুখের অবাঞ্চিত দাগ দূর করতে চাইলে। শুধু দাগ নয়, এতে থাকা ভিটামিন-ই এবং এলোভেরা জেল (Alovera Gel) আপনার ত্বকের বার্ধক্যতা আসতে দেয় না। ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, নরম ও সুন্দর। আপনার যদি ড্রাই স্কিন (Dry Skin) হয় তাহলে এই নাইট ক্রিম আপনি দিনেও ব্যবহার করতে পারেন কয়েকবার।
বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কত সুন্দর নাইট ক্রিম তৈরি করে ফেলা গেলো দেখতে পেলেন তো? আর চিন্তা নেই এবার বানিয়ে ফেলুন বাড়িতে খুব সামান্য খরচে। তবে হ্যাঁ এই জিনিসগুলির কোনোটিতে যদি আপনার এলার্জি (Allergy) থাকে, তবে চর্মবিশেষজ্ঞর (Darmatologist) পরামর্শ ছাড়া এই ক্রিম ব্যবহার করবেন না।

Scroll to Top