অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে থাকলে এখনই আবেদন করুন Indian Post Office এ। বিশদে জানুন

কেন্দ্রীয় ডাকবিভাগে (Post Office) কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদন করার জন্য নূন্যতম অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলেই চলবে। ডাকবিভাগের গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদে আবেদন করতে হলে কমপক্ষে অষ্টমশ্রেণী উত্তীর্ণ হতে হবে। হতে হবে ভারতীয় নাগরিক (Indian Citizen) অর্থাৎ ভারতের যেকোনো জেলার যে কেউ আবেদন করতে পারেন।
গ্রুপ-সি এর অন্তর্ভুক্ত স্কীলড আর্টিশন্স (Skilled Artisans) পদের জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। মোট শূন্যপদ সাতটি। M.V Mechanic-4, M.V Electrician-1, Copper and Tinsmith-1, Upholster-1; এই পদগুলিতে যথাক্রমে নিয়োগ হতে চলেছে। নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণীতে পাশের পাশাপাশি উপরিউক্ত ট্রেডগুলিতে এক বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। এছাড়াও যাঁরা M.V Mechanic-এর পদের জন্য আবেদন করবেন তাঁদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স (Driving License) থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত (Reserved) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বেতন শুরু ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা অবধি। বেতন নির্ধারিত হবে দক্ষতা ও পে-লেভেল অনুযায়ী।


আবেদন করার জন্য অফলাইন মোড (Offline Mode) বর্তমান। আবেদনপত্র জমা দেওয়ার জন্য ফাঁকা ফর্মের প্রত্যেকটি কলাম ভালোভাবে ভর্তি করে, সমস্ত দরকারি তথ্য ফর্মের সাথে সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোষ্ট (Speed Post) বা রেজিষ্টার্ড পোষ্টের (Registered Post) মাধ্যমে পাঠাতে হবে। এছাড়া মুখবন্ধ খামের ওপরে ইংরেজি অক্ষরে বড় বড় করে লিখতে হবে ‘Application For The Post Of Skilled Artisans In Trade(যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের নাম)। আবেদনের শেষ তারিখ ৯ই জানুয়ারি, ২০২৩ সাল। আবেদনপত্রের সঙ্গে যা যা তথ্য দিতে হবে সেগুলি হলো-বয়সের প্রমানপত্র, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ স্বরূপ আধার বা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র বা সার্টিফিকেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স, সম্প্রতি তোলা এককপি পাসপোর্ট সাইজের ফটো।


যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন সেই ঠিকানাটি হলো-
The Senior Manager(JAG), Mail Motor Service No-37, Greams Road, Chennai-600006

ঠিকানা দেখে বুঝতেই পারছেন যে কর্মস্থল হবে চেন্নাইয়ে।
প্রার্থীদের মূলত স্কীলটেষ্টের (Skill Test) মাধ্যমে নিয়োগ করা হবে। তাহলে আর দেরি কেন? এখুনি আবেদন করুন। আবেদন করার জন্য ওয়েবসাইটের (Website) লিঙ্ক ও অফিসিয়াল নোটিফিকেশনটির (Official Notification) লিঙ্ক নীচে দেওয়া হলো আপনাদের জন্য!

https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

Scroll to Top