Independence day: স্বাধীনতা দিবসে কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত যান চলাচল। কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন? জেনে নিন।

আজ ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনের উপলক্ষে আয়োজিত রয়েছে রেড রোডে কুচকাওয়াজ এবং আরো বিভিন্ন অনুষ্ঠান, সারা দেশ জুড়ে। তবে এর সাথেই আছে এক্সট্রা নিরাপত্তার ব্যবস্থা। তার জন্য গতকাল অর্থাৎ সোমবার থেকেই কলকাতার বিভিন্ন হোটেল, গেস্ট হাউসে খোঁজখবর শুরু করেছে পুলিশ। আজ মঙ্গলবার কলকাতার একাধিক রাস্তায় থাকছে যান চলাচল নিয়ন্ত্রিত।

সূত্র অনুযায়ী জানা গেছে যে স্বাধীনতা দিবসে রেড রোড থাকবেন প্রায় ৪,০০০ পুলিশকর্মী। প্রায় ১০০টি পয়েন্টে নাকা চেকিং চলবে। শুধু রেড রোডেই ১৩টি জ়োন রয়েছে। সেই সঙ্গে রেড রোড সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।

খিদিরপুর রোডের উত্তর অংশ অর্থাৎ, ফার্লং গেট থেকে রেড রোড পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। লাভার্স লেনের দিকে যাওয়া গাড়ি শুধুমাত্র পশ্চিম দিকে যেতে পারবে। মেয়ো রোড সকাল থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনুমতিপ্রাপ্ত বিশেষ স্টিকার লাগানো গাড়ি ব্যতীত সব গাড়ির ক্ষেত্রেই এক নিয়ম।

এ ছাড়া হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, আরআর অ্যাভিনিউ (ওয়াই রোড ট্রাম লাইন এবং গর্ভমেন্ট প্লেস পশ্চিমের মাঝে) যান চলাচল নিয়ন্ত্রিত থাকছে। KP Road, Lovers Lane, Hospital Road, Queen’s Way, Mayo, Dufferin Road, RR Avenue, Kings Way বন্ধ থাকবে। ওই সময় Sand Road and Jawaharlal Nehru রোড দিয়ে যাতায়াত করতে হবে। ১৪ ডিসেম্বর রাত ১০টা থেকেই ধর্মতলা ডাউন র‌্যাম্প বন্ধ থাকবে।

কলকাতা পুলিশ মারফত জানা গেছে যে, রেড রোড ১৩টি জ়োনে ভাগ করা হচ্ছে। তার মধ্যে থাকছে ৮৬ টি সেক্টর। সেখানে ডেপুটি কমিশনার পদমর্যাদার ১৭ জন অফিসার দায়িত্বে থাকবেন। দু’জন অফিসার থাকবেন ট্র্যাফিকের দায়িত্বে। এছাড়া ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, ৯০ জন ইন্সপেক্টর থাকছেন রেড রোড এবং পার্শ্বস্থ চত্বরে। ‘স্যান্ড ব্যাগ’ মোর্চা চারটি, ১১টি ‘স্যান্ড ব্যাগ’ বাঙ্কার, ৬টি ওয়াচ টাওয়ার, ৬টি পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে।

Scroll to Top