Indian Railway Rules: টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছেন? ঘাবড়াবেন না। রেলের এই নিয়ম মানলেই হবেনা কোনো শাস্তি।

ট্রেন হলো যোগাযোগের প্রধান মাধ্যম। প্রতিদিন হাজারে হাজারে মানুষ ট্রেনে চেপে এখানে সেখানে যাতায়াত করে। ট্রেন ছাড়া যাতায়াত করার কথা ভাবাও যায়না আজকাল। কিন্তু ট্রেনে আপনি বিনা টিকিটে যাতায়াত করতে পারবেন না। টিকিট ছাড়া যাতায়াত করতে গেলেই দিতে হবে জরিমানা। এমনকি হতে পারে জেলও! কিন্তু সবসময় তো টিকিট কাটা সম্ভবপর নাও হতে পারে তখন উপায়?

ট্রেনে কিন্তু আপনি টিকিট ছাড়াও যাতায়াত করতে পারেন যদি রেলের এই নিয়ম মেনে চলেন। হবে না জরিমানা বা জেল। কি সেই উপায়? আসুন জেনে নেওয়া যাক।

স্বাভাবিক নিয়মে, ট্রেনের টিকিট না কেটে থাকলে আপনি সফর করতে পারবেন না। বিনা টিকিটে ট্রেনে উঠলে বেশ কিছু মূল্যের অর্থের জরিমানা এমনকি জেলযাত্রাও করতে হতে পারে। কিন্তু কোনও কারণে টিকিট না থাকলে কী করবেন? কীভাবে জরিমানার হাত থেতে বাঁচবেন?  

কোনও কারণে যদি টিকিট না কেটে থাকেন তাহলে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারেন। সেক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ড কিছুই হবে না। শুধুমাত্র আপনাকে অবশ্যই এর জন্য আপনাকে প্রথমে প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে। তার পর যাত্রার সময় TTE কে বলতে হবে যে হঠাৎ করে যাত্রা করতে হয়েছে। যে স্টেশনে যেতে চান তা টিটিই-কে জানিয়ে দিন। তার পর টিকিট পরীক্ষকই আপনার টিকিট তৈরি করে দেবেন। 

তাড়াহুড়োয় টিকিট না কেটে থাকলেও বেঁচে যেতে পারেন। জেলযাত্রা কেন, জরিমানাও হবে না। খালি টিটিই-কে জানিয়ে দিন বিষয়টি  আপনার কাছে ট্রেনের টিকিট না থাকলে TTE ২৫০ টাকা জরিমানা নেন। সেই সঙ্গে দিতে হবে টিকিটের দাম। কোনও আসন খালি থাকলে টিটিই-এর সঙ্গে কথা বলে নিতে পারেন।

এই দুটি উপায় আছে যার মাধ্যমে আপনি ট্রেনের টিকিট না কেটে থাকলেও বেঁচে যাবেন জরিমানা বা জেলের হাত থেকে। তবে টিকিট কেটেই যাত্রার চেষ্টা করবেন ট্রেনে নচেৎ পরে বিপদে পড়তে পারেন।

Scroll to Top