ভারতীয় রেলের নেটওয়ার্ক বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম নেটওয়ার্ক। যাত্রী সুরক্ষা এবং সুবিধার দিকে ভারতীয় রেল সদাই তৎপর। যাত্রীদের সুরক্ষা এবং সুবিধার দিক নজর দিয়ে অনেক অভিনব পদ্ধতি, সুযোগ চালু করেছে ভারতীয় রেল। তার মধ্যে অন্যতম একটি সুবিধা হলো – মাত্র ২৫ টাকায় AC রুমে থাকার সুযোগ।
তবে ২৫ টাকায় AC ঘরে থাকতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত মানতে হবে। যে কেউ চাইলেই এই সুবিধা অর্থাৎ ২৫ টাকায় AC ঘরে থাকার সুবিধা পাবেন না
যদি আপনার দূরপাল্লার ট্রেন এর টিকিট থাকে, তাহলেই নির্দিষ্ট টাকার বিনিময়ে AC রুমে থাকতে পারবেন আপনারা। ভারতীয় রেলের এই রুমগুলোকে বলা হয় ওয়েটিং রুম।
এর আগে যখন ট্রেন লেট হতো বা যাত্রীদেরকে ট্রেন ধরার জন্য রাতে থাকতে হতো, তখন তাদের একমাত্র ভরসা ছিল স্টেশন। স্টেশনেই রাত কাটাতে হতো যাত্রীদের। তবে ভারতীয় রেল বর্তমানে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে চালু করেছে ওয়েটিং রুম। এখানে যাত্রীরা নির্দিষ্ট কিছু অর্থ ব্যয় করে নির্দিষ্ট কিছু সময় থাকতে পারেন ট্রেন না আসা পর্যন্ত।
২৫ টাকায় এসি রুমে আপনি সর্বোচ্চ 1 ঘন্টা থাকতে পারবেন। কারণ এই ঘরগুলি সর্বোচ্চ ১ ঘন্টা সময়ের ভিত্তিতে বুকিং করতে হয়। যদি আপনার ট্রেন 3 ঘন্টা লেট থাকে বা তিন ঘন্টা পরে যদি আপনার ট্রেন থাকে সে ক্ষেত্রে এসি ঘরে থাকতে আপনার মোট খরচ হবে ৭৫ টাকা এই ঘরগুলিতে সিঙ্গেল বেড এবং ডবল বেড রয়েছে। ২৪ ঘন্টা থাকার জন্য আপনাকে এক হাজার টাকা খরচ করতে হবে।
২৫ টাকার এসি রুম বুক করার জন্য আপনার অবশ্যই একটি PNR নম্বর থাকতে হবে এবং সেই নম্বরের ভিত্তিতেই রুম বুক করা যাবে। একটি নম্বর দিয়ে সর্বোচ্চ ছয়টি বেড বুক করা যেতে পারে।
শুধুমাত্র এসি নয় ,নন এসি রুমও রয়েছে ওয়েটিং রুমে। তবে কেউ যদি এক ঘন্টা সময়ের জন্য রুম বুক করার পরে দেখেন যে ট্রেন এখনো আসছে না, তাহলে আপনারা সামান্য কিছু টাকা খরচ করে সময় বাড়িয়ে নিতে পারবেন।