Janmashtami 2023: জন্মাষ্টমীর দিন এই কাজগুলি করুন। বাড়িতে বিরাজ করবে শান্তি। কাটবে সব বিপদ।

গোপালের জন্ম অর্থাৎ জন্মাষ্টমী তিথিকে ভীষণভাবে শুভ তিথি মনে করা হয়। শ্রী কৃষ্ণের আবির্ভাবের এই লগ্নে কোন কোন কাজ করলে বিরাজ করবে শ্রী কৃষ্ণ আপনার বাড়িতে তার বিষয়ে জেনে নিন।

গোপালের মূর্তি বাড়িতে রাখা ভীষণ শুভ মনে করা হয়। এই বছর কি কি করলে বা কোন উপকরণ বাড়িতে আনলে শুভ হবে সব তা জেনে নিন।

জন্মাষ্টমীর তিথিতে বাড়িতে আনুন কামধেনুর মূর্তি৷ আলমারিতে রাখুন কামধেনুর মূর্তি৷ মনে করা হয়, এর ফলে কর্মক্ষেত্রে দ্রুত উন্নতিসাধন করা যায়৷

বাড়িতে অবশ্যই রাখুন শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি। অত্যন্ত শুভ মনে করা হয় এটি। প্রচলিত বিশ্বাস, যে বাড়িতে বাঁশি থাকে, সেই সংসারে সম্পদ ও প্রেমের অভাব হয় না৷ বাড়িতে বাঁশি রাখতে ক্লেশলাঘব হয় বলেও বিশ্বাস৷

যমুনা নদীর যে বিশেষ ভূমিকা আজকের এই তিথিতে আছে তার বিষয়ে সবার জানা। যমুনা তথা গঙ্গার জল নিয়ে আসুন বাড়িতে এই দিনে। সুখ সম্পদ বিরাজ করবে।

জন্মাষ্টমীতে কপালে লাগান চন্দন তিলক৷ এই তিথিতে বাড়িতে আনতে পারেন নতুন চন্দনকাঠও৷

দেবী সরস্বতীর আশীর্বাদ ধন্য হতে চাইলে দেবীর মূর্তি রাখুন এই দিনে। দেবীর বাদ্যযন্ত্র বীণাও রাখতে পারেন। এতে ঘর সংসারে মা সরস্বতীর আশীর্বাদ বর্ষিত হয়৷ সকলের বুদ্ধির বিকাশ হয়৷

জন্মাষ্টমীতে ঘরে রাখুন মধু৷ গোপালকে মধু, দই, চন্দন, গঙ্গাজল দিয়ে করান স্নান। দেবদেবীর প্রসাদ ও ভোগে এই মধু ব্যবহার করতে পারেন৷

বিঃ দ্রঃ: মতামতগুলো একান্তই আমাদের নিজের ব্যক্তিগত। এগুলি প্রয়োগের আগে অবশ্যই একজন ভালো পুরোহিত বা এই জগতের কারো পরামর্শ নিন।

Scroll to Top