সবে প্রকাশিত হয়েছে ২০২২ সালের টেট পরীক্ষার ফলাফল। এখনো সেই রেশ কাটেনি। তার মাঝেই ২০২৩ সালের আগামী টেট নিয়ে ঘোষণা করলো পর্ষদ। কি জানালো পর্ষদ? বিস্তারিত জানা যাক।পরীক্ষার দু’মাস পর প্রকাশিত হয়েছে ২০২২ এর টেট পরীক্ষার ফলাফল। গত ১০ ফেব্রুয়ারি দুপুরে একটায় টেটের ফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। অর্থাৎ যাঁরা ২০২২ এর টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদের হতাশ হওয়ার কিছু নেই কারণ আবার আয়োজিত হতে চলেছে টেট পরীক্ষা। অতীতের মত আর পাঁচ বছর পর নয়, ২০২৩ সালেই আয়োজিত হবে TET পরীক্ষা। টেটের ফল প্রকাশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) ঘোষণা করেন, এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। বছরে দু’বার করে টেট পরীক্ষা নেবার ইচ্ছে পর্ষদের। ২০২৩ সালের শেষের দিকে আগামী টেট পরীক্ষা হবে বলেও গৌতম পাল জানান। প্রসঙ্গত, এদিন পর্ষদ সভাপতি বলেন ২০২৩ সালে TET পরীক্ষা আয়োজিত হলে তা বছরের দ্বিতীয়ার্ধে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই কোনোও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তার আগে কমিটির মতামত জেনে শিক্ষা দফতরের কাছে প্রস্তাব দেবে পর্ষদ। শিক্ষা দফতরের তরফে অনুমতি মিললে পরবর্তী পর্যায়ের চিন্তাভাবনা শুরু করা হবে। তবে প্রশ্ন একটাই থেকে যায়, সেটি হলো এত পাশ করলো ঠিকই তবে এদের নিয়োগ কবে। ইতিমধ্যে ২০১৭ এর টেট পাশ প্রার্থীদের ইন্টারভিউ চলমান। যাইহোক, সব কিছুই হবে ইন্টারভিউ এবং নিয়োগ সব কিছুই হবে তবে রীতি মেনে। এমনটাই জানিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল এও বলেন যে, রাজ্য সরকারের তত্ত্বাবধানে শিক্ষা দপ্তরের অধীনে টেট সংঘটিত করার অধিকার শুধু পর্ষদের ওপর কিন্তু নিয়োগ করার বিষয়টি চূড়ান্তভাবে রাজ্য সরকারের ওপর নির্ভর করছে। কিন্তু ঠিক কবে? সেক্ষেত্রে যেটি জানা গিয়েছে যে, এবছরের মধ্যেই প্রবল সম্ভাবনা বর্তমান নতুন টেট এর। আর আগেও পর্ষদ সভাপতিকে বলতে দেখা গিয়েছে যে, টেট হবে প্রতি বছর। সেক্ষেত্রে ২০২২ এ যেহেতু একটি টেট নেওয়া হয়েছে, তাই এবছর তথা ২০২৩ এই হচ্ছে নতুন টেট। এক্ষেত্রে বছরের মাঝামাঝি কিংবা শেষের দিকেও হতে পারে এই প্রাইমারি টেট। রাজ্যের প্রাইমারী শিক্ষক চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে শুধুমাত্র প্রাইমারী TET এ পাস করলেই যে প্রাইমারী শিক্ষক হিসেবে চাকরিতে নিযুক্ত হওয়া যাবে এমনটা একেবারেই নয়।
যেমন অন্যান্য সব দপ্তরের ক্ষেত্রে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ঠিক তেমনই প্রাইমারী টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর পর্ষদের তরফ থেকে রাজ্যের প্রাইমারী স্কু
ল গুলিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং চাকরিপ্রার্থীদের সেখানে আবেদন জানাতে হবে। তারপরেই চাকরি মিলবে। তবে ২০২২ এর টেট পরীক্ষার ফলাফল গত ১০ ই ফেব্রুয়ারি প্রকাশিত হলেও এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কবে চাকরিতে নিয়োগ করা হবে সেই বিষয়ে পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে আগামী কিছু দিনের মধ্যেই পরিষদের তরফ থেকে তাদেরকে চাকরিতে নিয়োগ করার ব্যাবস্থা করা হবে এবং সেই সঙ্গে ২০২৩ এর শেষের দিকে পরবর্তী যে প্রাইমারী টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সঠিক তারিখ ও জানিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।