যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ স্টেশনে খোলা হল ম্যাসাজ-ফিশ স্পা, চার্জ কত?

যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। পূর্ব রেলের বিভিন্ন স্টেশন কে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারতীয় রেল। সম্প্রতি শিয়ালদহ স্টেশনে খোলা হল মডার্ন এক্সিকিউটিভ লাউঞ্জ। এটিকে আরো উন্নত করার কাজ শুরু হয়ে গেছে।

কোথায় আছে মডার্ন এক্সিকিউটিভ লাউঞ্জ?

শিয়ালদহ স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মের পাশেই রয়েছে লাউঞ্জটি। এখানে যাত্রীদের প্রয়োজনীয় সমস্ত রকম সুযোগ-সুবিধা উপলব্ধ রয়েছে।

মডার্ন এক্সিকিউটিভ লাউঞ্জ এর খরচ কত?

লাউঞ্জের সেকেন্ড ক্লাসে বসার জন্য কোনোরকম টাকা পয়সা দিতে হবে না, এসি নিয়ন্ত্রিত আপার ক্লাস ওয়েটিং এ বসার জন্য যাত্রীদেরকে গুনতে হবে কিছু টাকা ।তবে সেই টাকার পরিমান খুবই সামান্য। প্রতি ঘন্টায় দশ টাকা দিলেই আপনি এই লাউঞ্জ এর সুবিধা উপভোগ করতে পারবেন।

মনোরঞ্জনের জন্য কি কি ব্যবস্থা থাকবে?

এখানে আপনাদের মনোরঞ্জনের জন্য রয়েছে ম্যাসাজ চেয়ার, ফিস স্পা, টিভি ইত্যাদি। আপনার ইচ্ছা হলে এই জায়গাতে ঘুমানোর সুবিধা ও রয়েছে। তবে তার জন্য ঘন্টায় গুনতে হবে ৭৫ টাকা।

আপনি যদি ফিস স্পা এর সুবিধা নিতে চান তবে প্রত্যেক ১০ মিনিটে ৭৫ টাকা গুনতে হবে।

এছাড়া এখানে যাত্রীরা খাবার এবং পানিয় এর সুবিধা পাবেন। সুস্বাদু খাবারের সন্ধান মিলবে এখানে।

শিয়ালদহ স্টেশন পশ্চিমবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। এই স্টেশন দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাওয়া যায় সরাসরি। এবার থেকে শিয়ালদহ স্টেশনেই এত রকম সুবিধা উপলব্ধ হওয়ায় খুশি যাত্রী সাধারণ।

আগামী দিনে পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটি স্টেশন কে ঢেলে সাজানো হবে এবং সেখানেও হয়তো আরো নতুন নতুন অনেক সুযোগ সুবিধা উপলব্ধ থাকবে যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে।

Scroll to Top