১৪ই মার্চ থেকে WBCHSE উচ্চমাধ্যমিক পরীক্ষা 2023: আট লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা WBCHSE বোর্ডের আজ, ১৪ই মার্চ ২০২৩-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চূড়ান্ত বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচী অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbchse.nic.in-এ আপডেট করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। পুরুষ প্রার্থীদের তুলনায় নারী প্রার্থীর সংখ্যা বেশি। এই বছর, পরীক্ষার হলে অন্যায্য অনুশীলনের সুযোগ এড়াতে কিছু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

মনে রাখতে হবে:
পশ্চিমবঙ্গ বোর্ড পরীক্ষা ২০২৩-এ অংশগ্রহণকারী ছাত্র ও ছাত্রীদের তাদের প্রবেশপত্র ডাউনলোড করার এবং পরীক্ষার সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সঠিকভাবে চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিকভাবে চেকিং না হওয়া অবধি কোনো অবস্থাতেই কোনো শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

ওয়েস্ট বেঙ্গল বোর্ড পরীক্ষার তারিখ ও সময়সূচি:

ওয়েবসাইটে প্রকাশিত অফিসিয়াল সময়সূচী অনুসারে, পরীক্ষা ১৪ই মার্চ থেকে ২৭শে মার্চ, 2023 পর্যন্ত শুরু চলার কথা বলা হয়েছে। পরীক্ষাটি সকাল ১০ টা থেকে দুপুর ১:১৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত বছরের পাশের হার:
WBCHSE HS পরীক্ষা 2022-এ সামগ্রিক পাসের শতাংশ ছিল ৮৮.৪৪ শতাংশ। মোট ৬,৩৬,৮৭৫ জন পরীক্ষার্থী রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলো।

এবছরের কড়াকড়ি:
শিক্ষার্থীরা কোনোভাবেই মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স কোনো জিনিস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ধরা পরলে বাতিল হবে রেজিষ্ট্রেশন এবং আর সেই ছাত্র বা ছাত্রী কোনোদিনও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না।
থাকবে মেটাল ডিটেক্টর, হবে ব্যাগ সার্চ এবং সর্বোপরি থাকবে অত্যাধুনিক যন্ত্র আরএফডি (RFD) যা তৎক্ষণাৎ ধরে ফেলবে কোনো ইলেকট্রিক জিনিস থাকলেই।

সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো। সবার পরীক্ষা খুব ভালো হোক।

Scroll to Top