বহুতলের থেকেও সহ্য করতে হয় মশার উৎপাত? সর্বোচ্চ কত উঁচুতে উড়তে পারে মশারা?

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বহুতলে বাস করেন, তা সত্ত্বেও মশার উৎপাত সহ্য করতে হয়। মশা সাধারণত মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে, সেইমতো হিসেবে যারা একতলা বা দোতলায় বাস করেন তাদের মশার কারণে বিরক্ত হবার কথা বেশি। তবে শুধুমাত্র তারাই নন, বহুতলের বাসিন্দারাও মশার উপদ্রব ভোগ করেন।

অনেকেরই ধারণা যে মশা খুব বেশি উঁচুতে উঠতে পারে না। কিন্তু বহুতলে থেকেও মশার জ্বালাতন সহ্য করতে হয় বহু বাসিন্দাদেরই। ধারণা করা হয় যে, মাটি থেকে মাত্র ২৫ ফুট উঁচুতে উঠতে পারে মশারা, তার বেশি ওড়ার ক্ষমতা তাদের নেই। তবে দেখা গেছে এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ অনেক উঁচু উঁচু বহু তলে ও মশার আনাগোনা লেগে থাকে।

মশা সাধারণত বেশি উঁচুতে উড়তে চায় না। সত্যি বলতে মশারা বেশি উঁচুতে উড়তে পারেও না। তবে প্রয়োজনের তাগিদে এরা যে কোথায় কোথায় পৌঁছে যেতে পারে তা আমার এবং আপনাদের ধারণারও বাইরে। কিছু কিছু প্রজাতির মশা বাস করে চল্লিশ ফুট উঁচু গাছের উপরে। আবার কিছু প্রজাতির মশা আছে যারা ২০০ ফুট উচ্চতা পর্যন্ত উঠে যায় অর্থাৎ কুড়ি তলা বাড়ির সমান।

কিছু বিজ্ঞানীরা বলেছেন যে হিমালয়ের আট হাজার ফুটের বেশি উচ্চতা পর্যন্ত ও মশার প্রজাতি এবং তাদের বিভিন্ন আবাসস্থল খুঁজে পেয়েছেন তারা। বিজ্ঞানীরা বলেছেন যে মশা যে কোন জায়গায় থাকতে পারে। তবে এরা খুব বেশি উঁচু জায়গায় থাকতে পছন্দ করেনা।

শীতকালের তুলনায় মশার দাপট থাকে গরম কালের তুলনায় বেশি। উষ্ণতা কম থাকলে মশাড়া বেশি জন্মায়। মশা সাধারণত যেখানে জন্মায় তার 50 থেকে 100 মিটারের মধ্যেই থাকে। তবে বেশ কিছু প্রজাতির মশা আছে যারা প্রজননের কারণে ৫০ কিলোমিটার দূর পর্যন্ত গমন করে থাকে। এরা মূলত হাওয়ায় ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।

যদি মনে করেন যে বহুতলে থেকে আপনারা মশার কামড় থেকে রক্ষা পাবেন, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বাড়ির বাইরে ছোট কোন পাত্র যদি অল্প পরিমাণ জলও আপনারা রেখে দেন, সেখানেই মশা জন্ম নেবে।

Scroll to Top