ঘরে বসে আপডেট করুন আধার কার্ড, ১৪ জুন পর্যন্ত লাগবে না কোনো টাকা।

আধার কার্ড ভারতের জনগণের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বর্তমানে ব্যাংকিং থেকে শুরু করে রেশন, হাসপাতাল, চিকিৎসা ইত্যাদি বহু ক্ষেত্রে আধার কার্ড হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। তবে দেখা যায় যে অনেকেরই আধার কার্ডে বিভিন্ন তথ্য ভুল থাকে, কিছু তথ্যের বানান ভুল থাকে আবার কিছু আপডেট থাকে না। এই সমস্ত সমস্যা গুলি আধার সেবা কেন্দ্রে গিয়ে সমাধান করা যায়।

আধারে কোনরকম ভুল ভ্রান্তি থাকলে বা নতুন কিছু আপডেট করতে হলে আধার সেন্টারে ৫০ টাকা ফি নেওয়া হয়। এতদিন পর্যন্ত এটাই ছিল নিয়ম। তবে সম্প্রতি ভারত সরকারের UIDAI ঘোষণা করেছে যে, ২০২৩ সালের ১৪ই জুন পর্যন্ত বিনামূল্যে গ্রাহকেরা আধার কার্ড আপডেট করতে পারবেন।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোন ব্যক্তির আধার কার্ড যদি ১০ বছরের বেশি পুরনো হয় অথবা 10 বছরের যদি কার্ডটি একবারও আপডেট না করা হয়, তাহলে কার্ডটি যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করতে হবে। সরকার থেকে জানানো হয়েছে ২০২৩ সালের ১৪ জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন গ্রাহকেরা। আপনারা ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যেই আপনাদের আধার কার্ড আপডেট করতে পারবেন।

আধার কার্ড আপডেট করার জন্য আপনাদের দরকার একটি পরিচয় পত্র এবং ঠিকানার প্রমাণ। তাছাড়া এর জন্য আপনাকে অতিরিক্ত কোন টাকা খরচ করতেই হবে না। কারণ ভারত সরকার জানিয়ে দিয়েছে 14 জুন 2023 তারিখ অবধি আধার কার্ড আপডেট করতে গেলে কোনরকম ফি দেওয়া লাগবে না গ্রাহকদের।

কিভাবে আধার কার্ডের তথ্য আপডেট করবেন?

প্রথমে আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

এরপর My Adhaar নামক একটি সেকশন পাবেন। সেখানে গিয়ে আপনাদের আধার নম্বর এন্টার করতে হবে এবং otp এর মাধ্যমে লগইন করতে হবে।

এরপর আপনাদের পরিচয় পত্র এবং ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।

সাবমিট অপশনে ক্লিক করলে একটি রিকোয়েস্ট নম্বর পাবেন এবং এই নম্বর দিয়ে আপনারা আপডেটের বর্তমান অবস্থা দেখতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *