একটি নির্দিষ্ট সময়ের পরে জেনারেল টিকিটে ট্রেনে চাপলে দিয়ে হয় জরিমানা। রেলের এই নিয়ম জানা না থাকলে জেনে নিন।

ট্রেনে যাতায়াত করতে সব মানুষ ভালোবাসে। ট্রেনে যাতায়াত করে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব কম সময়ের মধ্যে যাওয়া যায় সে যতই দূরত্বের হোক না কেন। সে সত্য ট্রেনের আনন্দদায়ক ও আরামদায়ক ও সুলভ মূল্যে যাতায়াতের সুবিধার্থে অনেকেই ট্রেনে যাত্রা করতে ভালোবাসেন। বেশি দূরে যাতায়াতের জন্য ট্রেনের রিজার্ভেশন করতে হয় তবে কম দূরত্বের যাতায়াতের জন্য সকলে জেনারেল কামরার টিকিট কাটেন। তবে আপনি কি জানেন যে জেনারেল কামরার টিকিট একটা নির্দিষ্ট সময় পরে ট্রেনে কার্যকরী হয় না বরং সেই টিকিট দিয়ে জেনারেল কামরায় চাপলে দিতে হয় জরিমানা! না জানা থাকলে বিশদে জেনে নিন। ভারতীয় রেল হল বিশ্বের চতুর্থ দীর্ঘতম নেটওয়ার্ক অর্থাৎ অনেক বড়ো রেলপথ ভারতের। ৬৮ কিমি লম্বা রেলপথ রয়েছে গোটা ভারত জুড়ে আর তার মাধ্যমে প্রতিটি মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিচ্ছে রেল। প্রতিদিন অজস্র মানুষ এই রেলপথে যাতায়াত করে বলে রেল পথকে ভারতের 'লাইফ লাইন' বলা হয়! স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য সমস্ত যাত্রী জেনারেল কামরার টিকিট কেটে থাকেন। কিন্তু এই জেনারেল কামরার টিকিট নিয়ে এক নিয়ম রয়েছে রেলে! কি সেই নিয়ম? আসুন জানা যাক!

রেলের নিয়ম:
ভারতীয় রেলের নিয়ম অনুসারে আপনাকে যদি ১৯৯ কিলোমিটার পর্যন্ত যেতে হয়, তাহলে সাধারণ টিকিট কেনার ৩ ঘন্টার মধ্যে ট্রেন ধরতে হবে। অন্যদিকে, যাত্রা যদি ২০০ কিলোমিটার বা তার বেশি হয়, তাহলে ৩ ঘণ্টা আগে সাধারণ টিকিট নেওয়া যাবে। এবার একজন যাত্রী যদি ১৯৯ কিলোমিটারের কম দূরত্বের যাত্রার জন্য টিকিট নেন, কিন্তু ৩ ঘণ্টা পর যাত্রা শুরু করেন তাহলে তাকে জরিমানা দিতে হবে।
এই নিয়মের জন্য অনেককেই জরিমানা দিতে হয়েছে। এই নিয়ম আসার আগে দেখা যেত কিছু মানুষ সারাদিন অসংরক্ষিত টিকিটে যাতায়াত করতেন। এই সমস্যা দুর করতে রেল এমন নিয়ম জারি করে। সেজন্য মাথায় রাখবেন ১৯৯ কিমির ভেতরে হলে আপনাকে কিন্তু ৩ ঘণ্টার মধ্যে যাত্রা শেষ করতে হবে, নচেৎ দিতে হবে ভারী জরিমানা। ভবিষ্যতে যাতে কোনো সমস্যায় আপনাকে বা অন্য কোনো যাত্রীকে পড়তে নাহয়, সেই জন্যই আজকের এই প্রতিবেদন। এটি শেয়ার করে সকলকে সতর্ক করে দিন।

Scroll to Top