Rampurhat to Kolkata Bus Service : রামপুরহাট থেকে কলকাতা আসার সমস্ত ট্রেন বন্ধ। বাস ছাড়া উপায় নেই। জেনে নিন রামপুরহাট থেকে কলকাতা বাসের সময়সূচি এবং ভাড়া।

রামপুরহাট শহরটির নাম প্রধানত সকলে জানেন তারাপীঠ এর দৌলতে। তীর্থযাত্রীরা তারাপীঠ আসতে চাইলে রামপুরহাট আসতে হবেই। কিন্তু এহেন অবস্থাতে, সকলে সমস্যার মধ্যে পড়েছে কারণ ট্রেন বন্ধ! হ্যাঁ কোনো কারণবশত রামপুরহাট থেকে কলকাতা অবধি সমস্ত ট্রেন বন্ধ। জরুরি যাতায়াতের জন্য বাস ছাড়া উপায় নেই। কিন্তু বাসের সময় বা ভাড়া জানেন না অনেকেই। সেসব বিস্তারিত ভাবে জানাতেই আজকের এই প্রতিবেদনটি।

রামপুরহাট এবং তারাপীঠ থেকে একাধিক বাস রয়েছে কলকাতার উদ্দেশে। সেগুলি হল:
i) রামপুরহাট থেকে কলকাতা:
সকাল ৪.২০, সকাল সাড়ে পাঁচটা, ৫টা ৪৫ মিনিট, সকাল সাড়ে সাতটা, ৯.৪০ মিনিট, ১০.৪৫ e এবং ১২.১৫ নাগাদ।

ii) তারাপীঠ থেকে ধর্মতলার:
প্রথম বাস ছাড়ে সকাল সাড়ে চারটে নাগাদ। এরপর সকাল ছয়টা, সাড়ে ছয়টা, আটটা, দশটা নাগাদ বাস রয়েছে কলকাতায় ফেরার জন্য। এরপর ১১.৩০ নাগাদ এবং বেলা ১ টা নাগাদ কলকাতার উদ্দেশে বাস রয়েছে।

মূলত, ২০০ থেকে ২৫০ টাকা ভাড়ায় একাধিক বাস রয়েছে।

কিন্তু কেনো এত দীর্ঘদিনের জন্য ট্রেন বন্ধ? কারণটি জানা অবশ্যই দরকার।
মূলত, রামপুরহাট ও চাতরার মাঝে তৃতীয় লাইনের কাজের জন্য ১১ জোড়া মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করার কথা জানিয়েছে রেল। বাতিল করা জয় বর্ধমান থেকে সাহেবগঞ্জ সহ বহু লোকাল ট্রেনও।

যার ফলে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ নিত্য যাত্রীদের। মুশকিলে পড়েছেন তীর্থ যাত্রীরাও।

ট্রেন চলাচল বন্ধ যাওয়ার কারণে তারাপীঠ মন্দির চত্বরের আশেপাশে হোটেল ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। পর্যটক আনাগোনা কমে যাওয়ায় ভাদ্র মাসের শুরুতে প্রায় ফাঁকা মন্দির চত্বর। মন্দির চত্বরের আশেপাশে দোকানিদের ব্যবসায় টান পড়েছে। লোকসানের মুখ দেখতে হচ্ছে অনেককেই।

উল্লেখ্য, এই সমস্যা এই মাসের শেষ অবধি চলবে অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত। তারপর সবকিছু স্বাভাবিক হবার কথা।ততদিন একটু নাহয় বাসযাত্রাই করুন।

Scroll to Top