Room Cooling Ideas: এসি ছাড়াই ঠান্ডা হবে ঘর। উপকার করতে পারে একটি গাছ। বিশদে জানুন।

আমরা সকলেই জানি যে গাছ দিনের বেলা অক্সিজেন দেয় আর রাতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই কারণে রাতের বেলা গাছের নিচে শুতে বারণ করা হয়। কিন্তু আপনি কি জানেন যে কিছু কিছু গাছ আছে যা রাতেও অক্সিজেন দেয়? শুধু তাই নয় বরং আপনার ঘর ঠান্ডা রাখতেও সাহায্য করে।

এই গরমের দিনে এসি বা কুলার না ব্যবহার করে ঘরে চার কোণে চারটি এই গাছ লাগিয়ে দিলেই ঘর ধীরে ধীরে হয়ে যাবে ঠান্ডা। এই গাছের নাম ‘Erica Palm’! এই গাছ আপনার ঘরের পিউরিফায়ার হিসেবে কাজ করবে ও আপনার ঘরের দূষিত পদার্থ অর্থাৎ টক্সিক পদার্থ দূর করে আপনার ঘর ঠান্ডা করবে।

এরিকা পাম ছাড়াও আরো অনেক গাছ আছে যারা আপনার ঘরের এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে ঘর ঠান্ডা রাখবে। অফিস হোক কি বাড়ি, এই গাছগুলো অন্দরসজ্জার বস্তু হিসেবে কাজ করে। কিন্তু এই গাছের বহুগুণ। সব এয়ার পিউরিফায়ার গাছের মধ্যে সহজলভ্য হলো এরিকা পাম!

আফ্রিকা মহাদেশের পূর্বদিকে ভারত মহাসাগরের বুকে অবস্থিত বিশাল দ্বীপ মাদাগাস্কার হলো এর প্রকৃত বাসস্থান। একসময় এই গাছ ছিলো বিপন্ন প্রজাতির উদ্ভিদ। শুধু যে এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করবে এমন নয় বরং আপনাকে অ্যাজমা বা এলার্জি জাতীয় সমস্যা থেকেও বাঁচাবে।

ঘরের বিভিন্ন দূষিত পদার্থ যেমন অ্যাসিটোন, বেঞ্জিন ইত্যাদি থেকে ঘরকে শুদ্ধ করে আর ঘর ঠান্ডা রাখে। বাজারের দামি দামি এয়ার পিউরিফায়ার না কিনে এই গাছ কিনে ঘরের চারপাশে চারটি এরিকা পাম বসিয়ে দিন আর দেখুন ম্যাজিক!

Scroll to Top