TET Examination 2023: চলতি বছরের টেট পরীক্ষা কবে? কি জানালো পর্ষদ সভাপতি? জেনে নিন।

পর্ষদের তরফে প্রতিশ্রুতি ছিল যে এবার থেকে বছরে দুবার করে টেট পরীক্ষা নেওয়া হবে। হবে নিয়োগও।কিন্তু তা কিছু কারণবশত সম্ভবপর হয়নি। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বছরে দুবার টেট পরীক্ষা নেওয়া না হলেও বছরে অন্তত একবার এই পরীক্ষা যে হবেই তাঁর আঁচ পাওয়া গেলো পর্ষদ সভাপতির কথায়।

এই খবর পাওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের মনে বয়ে গেলো। হ্যাঁ চলতি বছরের ডিসেম্বর মাসেই ফের হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা। সম্ভবত গত বছরের মত এবারও ডিসেম্বর মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে আয়োজিত হতে চলেছে প্রাথমিকের টেট।

গত বছর অর্থাৎ ২০২২ সালে ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, মেটাল ডিটেক্টর সহ নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে। গত বছরের টেট পরীক্ষা আয়োজিত হয়।

এই বছর কানাঘুঁসো শোনা যাচ্ছিল যে এই বছর নাকি আর টেট পরীক্ষা হবে না। যদিও শেষ পর্যন্ত পর্ষদ জানালো সুখবর। বছরে দুটি না হলেও ২০২৩ সালে অন্তত একটি টেট পরীক্ষা হতে চলেছে।

শোনা যাচ্ছে যে গত বছরের মতোই এই বছরেও চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরেই টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারপর আবেদন জানানো এবং আবেদনকারীদের অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা আয়োজিত হবে ধীরে ধীরে ।এই বছর ১০ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে টেট পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর।

দিন কয়েকের মধ্যেই পর্ষদ টেস্ট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত বলা যায় যে গতবছর প্রায় ৭ লক্ষ চাকরিপ্রার্থী টেট পরীক্ষার্থীর মধ্যে দেড় লক্ষ চাকরিপ্রার্থী টেট উত্তীর্ণ হন। তবে এখনো নিয়োগ কার্য থমকে আছে। শীঘ্রই তার বিষয়ে সমাধান করা হবে বলেই সূত্রের খবর।

Scroll to Top