• Please enable News ticker from the theme option Panel to display Post

বদলে যাচ্ছে রেশন তোলার নিয়ম। নতুন বছরে নতুন নিয়ম চালু হচ্ছে। জানুন বিশদে।

বদলে যাচ্ছে রেশন তোলার নিয়ম। নতুন বছরে নতুন নিয়ম চালু হচ্ছে। জানুন বিশদে।

নতুন বছরের শুরুতেই বদলে গেল রেশন তোলার নিয়ম। চালু হলো নতুন নিয়ম। রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে অনেক তাই এই নতুন ব্যবস্থা, নতুন নিয়ম। কী এই নিয়ম? কীভাবে কার্যকরী হবে? সেসব জানিয়েই রইলো এই প্রতিবেদন।


রেশন নিয়ে প্রায় প্রত্যহই ভুরি ভুরি অভিযোগ জমা পরে। অনিয়মের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক গ্রাহক সেই কথাও জানা গেছে অনেক। ইতিমধ্যেই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা হয়েছে এসব কারণেই। এছাড়াও রেশন তোলার সময় আঙুলের ছাপ, ওটিপি আসা ইত্যাদি নিয়মও চালু করা হয়েছে আগেই তবুও যেন এই দুর্নীতি কিছুতেই থামছে না। এমনকি গ্রাহকদের কাছ থেকে ‘সর্ষের মধ্যে ভূত আছে’ এমন ধরনের ব্যঙ্গাত্মক কথাও শোনা গেছে।


এবার রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিগত অনেক নিয়ম করেও দুর্নীতি ঠেকানো যাচ্ছে না কিছুতেই। বেশ কিছুদিন আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে রেশন কার্ড না থাকলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না কোনো গ্রাহককে; আর সেই সুযোগে অনেকে কারচুপি করেই হোক বা যেভাবেই হোক রেশন চুরি করে নিচ্ছিলেন। সেই জন্য ওটিপি ব্যবস্থা আনা হয় তবু এতেও অনেকে অন্যের ফোন এনে রেশন তুলে নিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।


তাহলে এখন উপায়? নতুন নিয়মই আপাতত মোক্ষম উপায় বলেই ভাবা হচ্ছে। এই নিয়মে মানুষের চোখের রেটিনা স্ক্যান করে তবেই রেশন দেওয়া হবে, নচেৎ নয়! আধার কার্ড তৈরির সময় এমনিতেই চোখের মণি স্ক্যান করে নেওয়া হয় তাই এটিই সবথেকে ভালো উপায়। এটিই নতুন নিয়ম আর সেই কারণে যাঁদের এখনো অবধি রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা নেই তাদের সত্তর করে নিতে হবে। আধার কার্ডের সাথে ফোন নম্বরও দিতেই হবে নতুবা তাঁরা আর রেশন পাবেন না।


অর্থাৎ এবার থেকে রেশন প্রকৃত গ্রাহকই পাবেন কারণ আধার কার্ডের সাথে মিলিয়ে তাঁর চোখের মণি বা আঙুলের ছাপ স্ক্যান করে তবেই দেওয়া হবে রেশন। না মিললে তিনি রেশন পাবেন না। আগামী মাস থেকেই এই নতুন নিয়ম চালু হবে তাই এর মধ্যেই যাঁদের এখনো আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক নেই তাঁরা সত্তর করে নিন নচেৎ মুশকিলে পড়বেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *