তিনটি বছর আগে সারা দেশ যখন কোভিডের থাবায় জেরবার হয়ে ঘরবন্দী, তখন তাঁদের জীবনে বিনোদন প্রদান করতে মুক্তি পায় একের পর এক ওয়েব সিরিজ। আমাজন প্রাইম (Amazon Prime) থেকে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ, ‘পাতাললোক’ (Paatal Lok) রীতিমত আলোড়ন সৃষ্টি করে দর্শকদের মধ্যে। বাড়তে থাকে সিরিজটির জনপ্রিয়তা। সম্প্রতি তিন বছর পূর্ণ হল ‘পাতাললোক’ এর। ১৫ মে, ২০২০ তে মুক্তি পায় এই সিরিজ। সামাজিক মাধ্যম জুড়ে দেখা গেল স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) থেকে জয়দীপ আহলাওয়াতের (Jaideep Ahlawat) মত চরিত্রাভিনেতাদের স্মৃতি রোমন্থনে মশগুল হতে।
এক স্বনামধন্য টেলিভিশন সাংবাদিককে হত্যা করার পরিকল্পনার ছক কষেন কিছু দুষ্কৃতী। তাঁদের সন্ধান করতে শুরু করেন অফিসার হাতিরাম চৌধুরী। এই খুনের পরিকল্পনার পেছনে ঠিক কাদের চক্রান্ত, সেই রহস্যের জট উন্মোচন করতে গিয়েই, জট যেন আরও পাকিয়ে যায়। একের পর এক ঘটতে থাকে দুর্ঘটনা। পুলিশ অফিসার হাতিরাম চৌধুরী। এই চরিত্রে অভিনয় করেন জয়দীপ আহলাওয়াত। বলা বাহুল্য, তাঁর প্রাঞ্জল এবং জীবন্ত অভিনয় তাঁকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। তাই তিন বছর পূর্ণ হওয়ায়, সামাজিক মাধ্যমে পরিচালকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে এই সিরিজের দ্বিতীয় ভাগও আসন্ন। অভিনেতা প্রথম সিরিজে সাফল্যের পর, দ্বিতীয় সিরিজে তাঁর পারিশ্রমিক প্রায় ৫০ গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন।
অনুষ্কা শর্মা প্রযোজিত, ‘পাতাললোক’ সিরিজে সাংবাদিকের স্ত্রীয়ের ভূমিকায় ছিলেন টলিউড অভিনেত্রী (Tollywood Actress) স্বস্তিকা মুখার্জী। প্রিয় বন্ধুর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেও, সিরিজ জুড়ে বৈবাহিক সম্পর্কের অপ্রাপ্তিই ফুটে ওঠে তাঁর চরিত্রে। স্বস্তিকার অভিনয় দাগ কেটে যায় দর্শকদের মনে। স্বস্তিকা নিজের যেকোনও বিশেষ মুহূর্তের সাক্ষী রাখেন অনুগামীদের। তাই পাতাললোক এর তিন বছর পূর্ণ হওয়ায় তিনিও সামাজিক মাধ্যমে সিরিজ সংক্রান্ত পোস্ট করেছেন। খুব শীঘ্রই দর্শকদের চাহিদা মত এই সিরিজের দ্বিতীয় ভাগ আসতে চলেছে।