শীতকাল (Winter) আসছে। সকালে ও সন্ধ্যের পরে শিরশিরানী হাওয়া তার জানান দিচ্ছে ইতিমধ্যেই। এইসময় আমাদের ত্বক ও চুল (Skin and Hair) হয়ে ওঠে সবথেকে রুক্ষ ও শুস্ক (Rough and Dry)। যত্ন তাই এখন থেকেই যত্ন নিতে হবে আর এই ক্ষেত্রে বাড়িতে থাকা অ্যালোভেরা গাছ (Alovera) থেকে জেল বানিয়ে নিতে পারেন। বাজারের বিক্রি হওয়া কেমিক্যালযুক্ত অ্যালোভেরা জেল (Alovera Gel) ব্যবহার না করাই ভালো যদি বাড়িতেই বানানো যায় তাহলে। কিভাবে বানাবেন বাড়িতে অ্যালোভেরা জেল (Alovera Gel)? আসুন জেনে নেওয়া যাক।
প্রথমেই অ্যালোভেরার পাতা কেটে ঘন্টা’খানেক কোনো একটা পাত্রে ফেলে রাখতে হবে যাতে পাতার মধ্যে থাকা হলুদ রসটা বেরিয়ে যায়। ওটা নেওয়া যাবে না নইলে ত্বকে জ্বলন (Irritation) হতে পারে। এরপরে পাতাগুলোকে ভালো করে আলাদাভাবে ধুয়ে পাতার ভেতরের শাঁস (Pulp) একটা চামচের সাহায্যে বের করে নিতে হবে। এরপর শাঁসটা (Pulp) একটা সুতির কাপড়ে ঢেলে একটি পাত্রে হাতের সাহায্যে আলতো চেপে চেপে রস বের করতে হবে। সম্পূর্ণরূপে রস বের করা হয়ে গেলে কিছুটা পরিমাণে জল মিশিয়ে আগুনের আঁচে বসিয়ে দেবেন। একটু ফুটে উঠলে ওপরে দেখবেন কালো রঙের কিছু বুদবুদ সৃষ্টি হবে। সেটিকে চামচের মাধ্যমে তুলে ফেলে দেবেন নইলে আপনার অ্যালোভেরা জেল স্বচ্ছ (Transparent) হবেনা। এবার ওই জেলের মধ্যে ভিটামিন-ই (Vitamin-E) ক্যাপসুল মেশান। এসেন্সিয়াল অয়েলও (Essential Oil) মেশাতে পারেন ইচ্ছে হলে। মাত্র দুই থেকে তিন’মিনিট আঁচে রাখলেই হবে। এরপর নামিয়ে ঠান্ডা হতে দিন।
ব্যাস! বাড়িতেই তৈরি কোনোরকম রাসায়নিক ছাড়া আপনার জন্য অ্যালোভেরা জেল (Alovera Gel)। ঠান্ডা হয়ে গেলে কোনো খালি কৌটোতে ভরে ফ্রিজে সংরক্ষিত করতে পারেন। বছরভর ভালো থাকবে। এবার এই জেল অল্প পরিমাণে নিয়ে বডিঅয়েলের (Body Oil) সাথে মিশিয়ে ত্বকে লাগাতে পারেন বা বডিঅয়েল (Body Oil) ছাড়াও লাগাতে পারেন। কিছুক্ষণ পর আপনার ত্বক বাচ্চাদের মতো নরম ও সুস্থ হয়ে যেতে দেখে আপনি নিজেই নিজের ত্বকের প্রেমে পরে যেতে পারেন। এছাড়াও ইচ্ছে হলে নিজের চুলের গোড়ায় দিতে পারেন সপ্তাহে অন্ততপক্ষে তিনদিন করে। খুশকিতে (Dandruff) নাজেহাল হতে হবেনা তাহলে শীতকালে।
আর কী! এবার বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন অত্যন্ত উপকারী এই অ্যালোভেরা জেল Alovera Gel)। নিজেও বানান আর বন্ধুদের সাথে শেয়ার করে তাঁদের জানিয়ে দিন।