ট্রেন আমাদের যোগাযোগের এক বিশেষ মাধ্যম। ট্রেনে করেই দূর দূরান্ত থেকে মানুষ নিজের গন্তব্যে পৌঁছে যায়। ট্রেনের যাতায়াত ভাড়াও কম, আরামদায়কও এবং খুব দ্রুত গন্তব্যে পৌঁছনো সম্ভব।
তবে ট্রেনের টিকিট কাটাতে কিছু সমস্যা দেখা দেয় অনেক সময়। যেমন ধরুন আপনি কোথাও একটা ঘুরতে যাবেন। টিকিট কাটতে গেলেন। কাটলেনও কিন্তু আপনার টিকিট কনফার্ম হলোনা। তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন সারাটা রাস্তা! অবশ্যই না। এই সমস্যা দূরীভূত করতে আমরা নিয়ে এলাম উপায়। দেখে নিন।
IRCTC-র Master List হলো উপায়। এটি ব্যবহার করে অনলাইনে মাস্টার স্ট্রোকে পেয়ে যান ট্রেনের কনফার্মড টিকিট। তবে মনে রাখবেন যে কনফার্মড টিকিট পেতে অবশ্য নিজের IRCTC অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই টিকিট কাটতে হবে। সঙ্গে লাগবে ঠিকঠাক ইন্টারনেট পরিষেবা। আবার টিকিটের দামও কিন্তু সঙ্গে সঙ্গেই মেটাতে হবে। টিকিট কাটার আগে তাই আপনার ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ আছে কিনা দেখে নিন।
এ বার মাস্টার লিস্টের মাধ্যমে দিন মাস্টার স্ট্রোক। আপনি যদি IRCTC-র মাস্টার লিস্ট ব্যবহার করে অনলাইনে টিকিট বুক করেন, তাহলে নিশ্চিন্তে টিকিট পাওয়ার সম্ভাবনা তৎকাল-এর থেকে অনেকটাই বেড়ে যায়। মাস্টার লিস্ট হল এমন এক বৈশিষ্ট্য যা আইআরসিটিসি-র অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যায়। আপনাকে মাস্টার লিস্টে ক্নিক করে ট্রেন যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য লিখতে হবে।
এছাড়াও আপনি যদি টিকিট কাটার আগে ট্রেন যাত্রা সম্পর্কিত সমস্ত তথ্য দিয়ে দেন, তাহলে টিকিট বুকিং শুরু হলেই তারপরে আপনাকে মাস্টার তালিকা নির্বাচন করতে হবে। কিভাবে মাস্টার লিস্ট তৈরি করতে হয় তা জেনে নিন।
প্রথমে আপনার তৈরি IRCTC অ্যাকাউন্টে লগ ইন করে ওয়েবসাইট বা অ্যাপ-এর হোম লেখা অংশে ক্লিক করলে My Account লেখা অপশন আসবে, তাতে ক্লিক করুন। এরপর তালিকা দেখে মাই মাস্টার লিস্ট-এ ক্লিক করুন। যদি মাস্টার লিস্ট আগে তৈরি না হয়ে থাকে, তাহলে No Record Found দেখাবে।
ওই লেখায় ক্লিক করলেই Add Passenger লেখা একটি অপশন আসবে। ওই অপশনে ক্লিক করুন। তারপর যাত্রীদের নাম লিখুন এবং Add Passenger এ ক্লিক করুন। এখন যাত্রীর বা যাত্রীদের বিবরণ তালিকায় আসবে এবং সেটি দেখাও যাবে। এরপর টিকিট বুকিংয়ের শেষ পদক্ষেপ হিসাবে মাই প্যাসেঞ্জার লিস্টে গিয়ে যাত্রীদের তালিকা দিন। তারপর অনলাইনে টিকিটের দাম মেটান।