সামনেই ভ্যালেন্টাইনস্ ডে! বিশেষ দিনের আগে নিজেকে গোলাপের মতো সুন্দর করতে চাইলে রইলো টিপস!

সামনেই আসছে ভালোবাসা দিবস! ভালোবাসার দিবসের কথা এখন যেন প্রকৃতিও বুঝে গেছে। বাতাসেও প্রেমের ছোঁয়া! “Love is in the Air”! ভালোবাসার মানুষটির চোখে ভালবাসা দিবসে নতুন ভাবে ধরা দিতে ও গোলাপের পাপড়ির মতোই ছোঁয়া পেতে নিশ্চয়ই চান আপনিও? তাহলে রইলো আজ কিছু টিপস আপনার জন্য! জেনে নিন।


হাতে আর যে ক’টা দিন রয়েছে, সে ক’দিন ত্বক চর্চা করে নেওয়ার পক্ষে যথেষ্ট। হ্যাঁ, মেক-আপের আশ্চর্য ক্যারিশমা তো আছেই। কিন্তু ওই যে ২০২৩ সালের বিউটি ট্রেন্ড যতটা কম মেক-আপ করা যায় ততটাই ভাল। মেকআপ করে সুন্দরী হবেন ঠিকই তবে প্রকৃত সুন্দরী কিন্তু হবেন না বরং আপনার প্রকৃত সৌন্দর্য ঢাকা পরবে। সব থেকে বড় কথা হল খাঁটি ভালোবাসার মতোই চেহারার প্রাকৃতিক আভাও বড় সুন্দর, নির্মল। তাই এই বিশেষ দিন বা রাতটার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া যাক। কয়েকটি সাধারণ বিষয় মাথায় রাখলেই কিন্তু বাজিমাত করা সম্ভব। উপায় দিলাম আমরা!

i) Hydration:
ত্বক শুধু বাইরে থেকে সুন্দর হয় না। বরং ভিতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল রাখা জরুরি। তাই নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। এজন্য পরিমাণ মতো জল পান করতে হবে নিয়মিত। ভিতর থেকে হাইড্রেটেড ত্বক সব সময়ই তরতাজা দেখায়। আর কোনও মেক-আপ না করলেও একটা প্রাকৃতিক দ্যুতি খেলতে থাকে।


ii) Healthy Hair:
চুলের পুষ্টিতে চুলের রং বা কাটিং নয়। বরং সুস্থ একঢাল চুলের দ্বারা সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণ করা সম্ভব। সে জন্য এখনই নারকেল বা বাদাম তেল দিয়ে মাথায় মালিশ করা শুরু করতে হবে। তৈরি করে নেওয়া যায় একটি হেয়ার প্যাকও। চুলে ভাল পুষ্টি জোগাবে এমন উপাদান যেমন দই, ডিম, কলা এবং মধু দিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে হবে।


iii) Revival of Skin:
ত্বকের পুনরুজ্জীবনের জন্য অনেক খরচ করে পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। হাতের কাছে থাকা কিছু কিছু জিনিস দিয়েই ত্বকের যত্ন সেরে ফেলা যায়। নিজের রান্নাঘর থেকে সংগ্রহ করে নেওয়া কিছু উপাদান যেমন মধু, কমলালেবু, শসা এবং গোলাপজল দিয়েই তৈরি করে ফেলা যায় ফেস মাস্ক যা নিষ্প্রাণ ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে।


iv) Care of Lips:
ভালোবাসার দিনের জন্য প্রস্তুতি আর ঠোঁট উপেক্ষিত থেকে যাবে তা কী হয়! বরং একটু বিশেষ নজর দেওয়া দরকার ঠোঁটে। শুকনো, ফাটা ঠোঁট থেকে মুক্তি পেতে একটি স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। এক চা চামচ মধু, নারকেল তেল এবং ব্রাউন সুগার আধা টেবিল চামচ গরম জলে মিশিয়ে ঠোঁটে লাগাতে হবে। হালকা হাতে বৃত্তাকারে ঘষে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ৪ দিন করা দরকার। রাতারাতি পরিবর্তন চোখে পড়বে।


v) Vitamin-C:
ভিটামিন সি কোলাজেন বাড়াতে পারে। এটি ত্বককে ঝুলে যাওয়া থেকে রক্ষা করে ফলে ত্বকের বয়স বাড়তে দেয় না। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সাইট্রাস ফল ত্বককে দূষণ এবং সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। তাই আঙুর, কমলা এবং স্ট্রবেরির মতো ফল খাওয়া শুরু করতে হবে। এগুলো ত্বকে লাগানোও যেতে পারে। তবে প্যাচ টেস্ট করে নেওয়া প্রয়োজন।


vi)Water:
দিনের মধ্যে তিন থেকে চার লিটার জল খাওয়া কিন্তু আবশ্যিক। শরীর হাইড্রেট রাখতে হলে প্রতিদিন স্নান করুন অবশ্যই।

আমরা আপনার স্পেশাল দিনের জন্য দিলাম কিছু টিপস তবে অবশ্যই কিছু ব্যবহার করার আগে একবার চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন যাতে পরে কোনো সমস্যা নাহয়।

Scroll to Top